প্রেমে ব‍্যর্থ হচ্ছেন? সাফল‍্য পাবেন এই শক্তিশালী মন্রে (Kamadeva Mantra -Strong Love Attraction Mantra)

 প্রেমিক বা প্রেমিকার সঙ্গে যখন আপনার সম্পর্ক খুবই ভালো থাকে, তখন আপনি খুবই প্রফুল্ল মনে থাকেন।তাইতো? কিন্তু যদি এমন হয়  আপনার জীবন সঙ্গী বা সঙ্গীনী নানা অজুহাতে আপনাকে এড়িয়ে চলছে। আগের মতো আর কথা বলছে না বা যোগাযোগ করছে না। তখন মনের অবস্থা কেমন হয় বলুন তো? খুবই হতাশ হয়ে যান। কি করবেন বুঝে উঠতে পারেন না, তাইতো? 

       উত্তর যদি হ‍্যাঁ হয়। তাহলে আর চিন্তা করবেন না।আজ আমি এমন একটি মন্রের কথা বলবো যেটির মাধ্যমে আপনার প্রিয় মানুষটি আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে। এমনকি আগের থেকে একশো গুণ বেশি ভালোবাসবে।

       

   চলুন তাহলে শুরু করা যাক। এই শক্তিশালী মন্রটি হল কামদেবের মন্র(Kamadeva Mantra). কামদেব হলো হিন্দু শাস্ত্র অনুসারে প্রেম বা ভালোবাসার দেবতা। মনের মধ্যে প্রেম বা ভালোবাসা সৃষ্টি করাই হলো উনার কর্ম। তিনি স্বয়ং দেবাদিদেব মহাদেবের হৃদয়ে তার ভালোবাসার তীর নিক্ষেপ করে স্ত্রীর প্রতি অনুরাগ জন্মাতে সাহায্য করেছিলেন।

       কোনো এক শুক্লপক্ষের  শুক্রবার স্নান করে শুদ্ধ বস্ত্রে বজ্রাসনে বসে এই মন্ত্র 108 বার জপ করতে হবে। মন্রটি  তিন মাস জপ করতে হবে। 


মন্রটি হল: " ওম কামদেবায় বিদ্মহে পুষ্পবানায়া

                    ধীমহি তন্নো আনঙ্গ প্রচোদয়াৎ".

(Om kamdevay bidmahe pushpabanaya

dhimahi tanno ananga prachodayat).


  মন্ত্রটি পাঠ করার জন্য কোনোরকম উপাচারের প্রয়োজন নেই। শুধুমাত্র একটি ধূপ ও একটি প্রদীপ  জ্বালিয়ে এটি পাঠ করা যেতে পারে। আর কোনো রকম আমিষ খাদ্য গ্রহনের বিধিনিষেধ নেই। আপনি সবকিছুই খেতে পারবেন। তবে শুক্রবারে নিরামিষ খাদ‍্য গ্রহন করলে মন্ত্রটির ফল দ্রুতগতিতে ফলতে শুরু করবে।

    এই মন্ত্র পাঠের উপকারিতা অনেক। শুধুমাত্র জীবনসঙ্গী বা সঙ্গীনী ফিরে আসবে তা নয়। তার সঙ্গে নিজের ব‍্যক্তিগত জীবনের সৌন্দর্যবোধ বৃদ্ধি পাবে। বিপরীত মানুষকে সহজে আকৃষ্ট করতে পারবেন।তারা আপনার কথা মুগ্ধ হয়ে শুনবেন। 

   সবশেষে  বলবো মন্রটি পাঠ করলে আপনার সার্বিক জীবনের অনেকাংশেই উন্নতি হবে। আপনার জন্য শুভ কামনা রইলো।

No comments

Popular Posts

Featured

Benefits Of 50 gms Of Kalmi Shaak / water spinach

Kalmi shaak/water spinach is an aquatic vegetable. You will be surprised to know the benefits of 50 grams of kalmi shaak/water spinach.   If...

Powered by Blogger.