পেশা বা কেরিয়ারে সাফল‍্য পেতে চান? তাহলে পেশা বাছুন জন্ম তারিখ অনুসারে (Profession/career Choose By Date of Birth)

 অনেক সময় আমরা এমন একটি নিদিষ্ট কর্মকে পেশা(Profession) হিসাবে বেছে নেয়, তারপর সেটিতে সাফল্য পেতে মন-প্রান দিয়ে  চেষ্টা করে যায়। কিন্তু অনেক চেষ্টার পরেও দেখা যায় তাতে সাফল্য আসছে না। সমস্যার পর সমস্যা (Problem) লেগেই  থাকে।

     কিন্তু যদি এমন হয় আপনি কোন পেশাকে বেছে নিলে সাফল্য পাবেন সেটা আগে থেকেই জানতেন। তাহলে কেমন হতো বলুন তো? সাফল্য আপনার আকাশ ছোঁয়া  হতো।

       জ‍্যোতিষ শাস্ত্র ও সংখ্যাতত্ত্ব অনুযায়ী জানা যায় আপনি কোন পেশায় সফল হবেন। অথবা আপনি হয়তো এখনও কোনো পেশার সঙ্গে যুক্ত নন তবে ভবিষ্যতে কোন চাকরি ( Job) বা ব‍্যবসা ( Business) করবেন সেটাও জানা যাবে শুধুমাত্র আপনার জন্ম তারিখ থেকে।

         কিভাবে একজনের জন্ম তারিখ থেকে সঠিক পেশা জানা যায় সেটাই আজ  আপনাকে জানাবো। এরজন‍্য প্রথমে আপনি আপনার জন্ম তারিখকে দেখুন সেটা কত যদি 1 থেকে 9 এর মধ্যে হয় তবে আপনার জন্ম সংখ্যা হবে ওই জন্মতারিখ সংখ্যাটি। কিন্তু যদি 10 থেকে 31 তারিখের মধ্যে হয়। তবে প্রথমে আপনার জন্ম তারিখের দুই ডিজিট সংখ্যাকে যোগ করে এক ডিজিটে পরিণত করতে হবে। যেমন-কোনো ব‍্যক্তির জন্ম তারিখ 10 হলে তার জন্ম সংখ্যা হবে=1+0=1 অর্থাৎ 1. আবার জন্ম তারিখ 15 হলে জন্ম সংখ‍্যা হবে=1+5=6 অর্থাৎ 6. কিন্তু জন্ম তারিখ 19 হলে জন্মসংখ‍্যা হবে=1+9=10=1+0=1.অর্থাৎ 1. ইত্যাদি।

       জন্মসংখ‍্যা -1: আপনার জন্ম তারিখ যদি 1, 10, 19 বা 28 হলে আপনার জন্মসংখ‍্যা হল 1. এই 1 হল সূর্য বা রবির প্রতীক। 1 জন্ম সংখ‍্যার ব‍্যাক্তির উপরে সূর্যের প্রভাব প্রচুর। রবি বা সূর্য হল সরকারি চাকরির(Job) কারক গ্রহ। তাই আপনি পেশা হিসাবে সবকারি চাকরিকে বেছে নিলে সাফল্য পাবেন। আপনি যদি এখনও কোনো সরকারি চাকরি না পেয়ে থাকেন তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে অবশ্যই সরকারি চাকরি পাবেন। এছাড়াও রাজনীতিকে পেশা হিসাবে নিলে ভালো সাফল্য পাবেন।

      জন্মসংখ‍্যা-2: আপনার জন্ম তারিখ 2,11,20 বা 29 হলে আপনার জন্ম সংখ‍্যা 2. এই 2 চন্দ্রের প্রতীক। চন্দ্র হল মনের কারক। যেসব পেশার সঙ্গে খুব মনোসংযোগের প্রয়োজন হয় সেই সব পেশাকে আপনি গ্রহন করলে সাফল্য পাবেন। যেমন - পেইনটিং, আর্টিস ইত্যাদি।

      জন্মসংখ‍্যা-3: আপনার জন্ম তারিখ 3,12,21 বা 30 হলে আপনার জন্ম সংখ্যা  হল 3. এই 3 হল দেবগুরু বৃহস্পতির প্রতীক। বৃহস্পতি হল শিক্ষা (Education), ন‍্যায় ও ধর্মের প্রতীক।তাই শিক্ষা, আইন ও ধর্মীয় বিভাগের পেশার সঙ্গে যুক্ত হলে আপনি সাফল্য পাবেন।

         জন্মসংখ‍্যা-4: আপনার জন্ম তারিখ 4, 13, 22 বা 31 হলে আপনার জন্ম সংখ‍্যা 4. এই 4 রাহুর প্রতীক। রাহু টেকনিক্যাল নলেজ, গবেষণা, ইলেকট্রনিক ইত্যাদি পেশার সঙ্গে  যুক্ত হলে সাফল্য প্রদান করে।

      জন্মসংখ‍্যা-5: আপনার জন্ম তারিখ 5,14 বা 23 হলে আপনার জন্ম সংখ্যা হল 5. এই 5 বুধের প্রতীক। বুধ হল বুদ্ধির কারক গ্রহ। যে কোনো ধরনের ব‍্যবসা ও অর্থনৈতিক সম্পর্কিত যে কোনো পেশার সঙ্গে যুক্ত হলে সাফল্য আসবে।

        জন্মসংখ‍্যা-6: আপনার জন্মতারিখ 6,15 বা 24 হলে আপনার জন্মসংখ‍্যা হল 6. এই 6 শুক্রের প্রতীক। শুক্র হল বিনোদন জগতের কারক গ্রহ। তাই বিনোদন জগতের সঙ্গে যুক্ত যে কোনো পেশাকে বেছে নিলে সাফল্য আসবে। যেমন-অভিনয়, গায়ক, নৃত্য ইত্যাদি।

        জন্মসংখ‍্যা-7: আপনার জন্মতারিখ 7,16 বা 25 হলে আপনার জন্ম সংখ্যা হল 7. এই 7 কেতুর প্রতীক। দার্শনিক, সাইকোলজি, তান্ত্রিক,জ‍্যোতিষ ইত্যাদি পেশার সঙ্গে যুক্ত হলে সহজেই সাফল্য আসবে।

     জন্মসংখ‍্যা-8: আপনার জন্ম তারিখ  8,17 বা 26 হলে আপনার জন্মসংখ‍্যা হল 8.এই 8 শনির প্রতীক। শনি আবার লোহার সঙ্গে সম্পর্ক যুক্ত। তাই লৌহ বা লোহা সম্পর্কিত যে কোনো পেশার সঙ্গে  আপনি যুক্ত হলে সাফল্য আসবে।

        জন্মসংখ‍্যা-9: আপনার জন্ম তারিখ 9,18 বা 27 হলে আপনার জন্মসংখ‍্যা হল 9. এই 9 মঙ্গলের প্রতীক। আবার মঙ্গল সাহসিকতার প্রতীক। তাই সেনাবাহিনী,পুলিশ ও ক্রিড়া সম্পর্কিত পেশার সঙ্গে আপনি যুক্ত হলে সাফল্য আসবে।

         


   এতক্ষণে  নিশ্চয়ই আপনি  বুঝতে পেরেছেন কোন পেশা আপনার জন্য উপযুক্ত। যেটাতে অল্প পরিশ্রমে বেশি সাফল্য আসবে। আপনার পেশাগত জীবনের সার্বিক সাফল্যের জন্য শুভকামনা রইলো।

No comments

Popular Posts

Featured

Benefits Of 50 gms Of Kalmi Shaak / water spinach

Kalmi shaak/water spinach is an aquatic vegetable. You will be surprised to know the benefits of 50 grams of kalmi shaak/water spinach.   If...

Powered by Blogger.